নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, বুধবার ভোর ৬টা ৪০ মিনিটে হিলটন হোটেলের বাইরে একজনকে গুলি করা হয়। গুলি তার বুকে লাগে। পরে তাকে কাছের একটি হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। কিন্তু নিউইয়র্ক পুলিশ তার পরিচয় নিশ্চিত করেনি। তবে বেশ কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তি থম্পসন।
তদন্তকারীরা সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছে, থম্পসনের আসার অপেক্ষায় বন্দুকধারী ওই এলাকায় অবস্থান করছিল। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, তাকে আগে থেকেই টার্গেট করা হয়েছে।
আরও পড়ুন:ছেলেকে ক্ষমা করায় বাইডেনকে নিয়ে যা বললেন ট্রাম্প
পুলিশ বন্দুকধারীর সন্ধান করছে। লোকটি কালো মুখোশ পরা ছিল। ঘটনার পর সে দ্রুত পায়ে হেঁটে ওই এলাকা ত্যাগ করে।
এ বিষয়ে ইউনাইটেড হেলথ কোন মন্তব্য করেনি। বুধবার হিলটনে ইউনাইটেড হেলথ গ্রুপ একটি পূর্ব নির্ধারিত বিনিয়োগকারী ইভেন্টের আয়োজন করছিল।
আরও পড়ুন:হান্টারকে ক্ষমা / ট্রাম্পের মতো সমালোচিত হতে পারেন বাইডেন
কোম্পানির ওয়েব সাইটের তথ্য অনুসারে, ২০০৪ সাল থেকে কোম্পানির বেশ কয়েকটি বিভাগে কাজ করার পরে ২০২১ সালের এপ্রিলে থম্পসনকে ইউনাইটেড হেলথকেয়ারের সিইও হিসেবে নিয়োগ করা হয়।
]]>