নিউইয়র্ক থেকে প্রকাশিত ‘ঠিকানা’য় যোগ দিলেন জায়েদ খান!

৩ সপ্তাহ আগে
ঢাকাই সিনেমার ডিগবাজীখ্যাত চিত্রনায়ক জায়েদ খান বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। হাসিনা সরকারের পতনের আগে থেকেই তিনি দেশে নেই। নানা শোয়ের জন্য দেশ বিদেশ ঘুরছিলেন অভিনেতা। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর আর নতুন করে দেশে আসেননি তিনি। শোনা যাচ্ছে নতুন পেশায় নাম লিখিয়েছেন এরই মধ্যে।

আলোচিত অভিনেতা জায়েদ খানকে নিয়ে কোনো কাজের খবর শোনা যায়নি বেশ কিছুদিন ধরেই। তবে আমেরিকায় থাকার সুবাদে যুক্ত হচ্ছেন নতুন পেশায়।  


নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগ দিয়েছেন তিনি। সেখানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে এই নায়ককে।


সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জায়েদ খান নিজেই। তিনি বলেন, ‘বিদেশের মাটিতে ‘ঠিকানা’ দেশের জন্য কাজ করছে। এই প্রতিষ্ঠানটির সঙ্গে জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাই’ও জড়িত আছেন। তাদের সঙ্গে কাজ করতে পারব, বিষয়টি আমার জন্যই আনন্দের।’


জায়েদ খান আরও বলেন, ‘প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। বিষয়টি ভেবেও আমি খুব এক্সাইটেড, একইসঙ্গে নার্ভাসও। দর্শক কীভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায়।’


জায়েদ খানের ফেসবুক ঘুরেও দেখা গেছে তিনি ‘ঠিকানা’-এর একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাকে মার্কিন মুলুকের রাস্তায় ‘ঠিকানা’ লেখা সংবলিত ভিডিওতে দেখা গেছে।  


এদিকে জুলাই আন্দোলনে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে মামলাও হয়েছে। যে কারণে এখনই দেশে ফিরে আসা নিরাপদ বলে মনে করছেন না তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলেই ঢাকায় ফিরবেন।

 

আরও পড়ুন: ইউটিউব, ব্র্যান্ডিংয়ে বিচরণ অপুর, সিনেমা ছেড়ে দিচ্ছেন?


উল্লেখ্য, জায়েদ খান ২০০৬ সালে ভালবাসা ভালবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মহম্মদ হান্নান, যেখানে তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। 

 

আরও পড়ুন: জন্মদিনে ভিডিওবার্তায় সুখবর দিলেন নিশো

 

]]>
সম্পূর্ণ পড়ুন