নাহিদের ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত জানিয়ে নিজের অবস্থান তুলে ধরলেন সালাহউদ্দিন

৪ সপ্তাহ আগে
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার (১৯ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।


সালাহউদ্দিন বলেন, তারা (এনসিপি) আমার একটা বক্তব্যের প্রসঙ্গ টেনে আমাকে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। এটাকে স্বাগত জানাই। এভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত, গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত।


শুক্রবার জুলাই সনদ স্বাক্ষরের দিন জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্যের জন্য সালাহউদ্দিন আহমদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সালাহউদ্দিন আহমেদের বক্তব্য প্রত্যাহার করে তাকে ক্ষমা চাইতে বলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম।


সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংসদ ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় জুলাইযোদ্ধারা কেউ জড়িত নয় বরং অনুপ্রবেশ করে আওয়ামী ফ্যাসিস্টরা অরাজকতা চালায় বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।

 

আরও পড়ুন: জাতির কাছে ক্ষমা চাইতে বললেন নাহিদ, জবাব দিলেন সালাহউদ্দিন

 

তিনি বলেন, 

 

জুলাইযোদ্ধাদের নামে ছাত্র নামধারী উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। আওয়ামী ফ্যাসিস্টরা ঢুকে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। বক্তব্যে জুলাই অভ্যুত্থানের সঙ্গে ব্যক্তি ও সংগঠনকে সম্মানিত করার চেষ্টা করেছি। কোনোভাবেই তাদেরকে বিতর্কিত ও সম্মানহানি যেনো করতে না পারে সেটাই চেষ্টা করেছি।

 

‘জুলাইযোদ্ধা নামের সংগঠন আমাদের সঙ্গে এবং ঐকমত্য কমিশনের সঙ্গে কথা বলেছে। জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্রে করে সৃষ্ট বিশৃঙ্খলার সঙ্গে সত্যিকারের জুলাইযোদ্ধারা জড়িত থাকতে পারে না বলে মনে করি’, যোগ করেন সালাহউদ্দিন আহমদ।

 

আরও পড়ুন: সনদে স্বাক্ষর না করা নির্বাচনে প্রভাব ফেলবে না: সালাহউদ্দিন

 

বক্তব্য আংশিকভাবে উপস্থাপন করে বিতর্কিত করার অপচেষ্টা চলছে মন্তব্য করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, 

 

জুলাই গণ-অভ্যুত্থানের ভূমিকা আমাদের জাতীয় জীবনের শক্তি। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে কোনো রকম কলঙ্ক চাই না। বিএনপির বক্তব্য কাটিং করে বিভিন্ন অপব্যাখ্যা দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানাই। জুলাই গণ-অভ্যুত্থানকে কলঙ্কমুক্ত রাখার বিষয়ে সতর্ক থাকতে হবে।

 

বিএনপিকে জুলাই গণ-অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা কাজে আসবে না মন্তব্য করে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংগ্রামের ভিত্তিতেই গণ-অভ্যুত্থান হয়েছে। মাত্র ৩৬ দিনে ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর পতন ঘটেনি। বিএনপিকে জুলাই গণ-অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা সফল হবে না।  

]]>
সম্পূর্ণ পড়ুন