দেশের জার্সিতে চলতি বছরই খেলা শুরু করেছেন নাহিদ। ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটে খেলার সুযোগ মিললেও টি-টোয়েন্টি দলে এখনও জায়গা মেলেনি। শুরুর দিকে তাকে লঙ্গার ফরম্যাটের জন্য বিবেচনা করা হলেও এখন তাকে টি-টোয়েন্টি ফরম্যাটের দলেও রাখতে চান বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স।
এ প্রসঙ্গে সিমন্স বলেন, 'আমরা এটা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করছি, তার বোলিংয়ের পরিমাণ যেন ভারসাম্যপূর্ণ রাখা যায়, যাতে আমরা তাকে চোট থেকে দূরে এবং তীক্ষ্ণ রাখতে পারি। সে একটি ওয়ানডে খেলেছে। আশা করি, তাকে টি-টোয়েন্টি স্কোয়াডেও পাব, যাতে এখানে অন্তত একটি টি-টোয়েন্টিতে তাকে খেলাতে পারি। আমরা তাহলে দেখতে পাব তার ভেতর আর কী আছে। না খেলালে জানতে পারব না, এই সংস্করণে আমাদের দেওয়ার কী আছে তার।'
নাহিদের বোলিং নিয়ে নিজের মুগ্ধতার কথা বলতে গিয়ে সিমন্স বলেন, 'শারজাহতে ওকে দেখে যতটা মুগ্ধ হয়েছিলাম, এখানে আরও বেশি হয়েছি। শারজাহতে একটি ওয়ানডে খেলেছিল সে (আফগানিস্তানের বিপক্ষে) এবং দারুণ করেছিল। কিন্তু এখানে এই ধরনের উইকেটে এতটা ধারাবাহিক হওয়া এবং লেংথে টানা বল রেখে যাওয়া (দারুণ)। গতকাল দিনের শেষ সময়েও সে ১৪৫ কিলোমিটারের আশেপাশে গতিতে বোলিং করছিল।'
তিনি আরও বলেন, 'তরুণ ফাস্ট বোলার সে। তার ম্যাচ পরিস্থিতি বুঝতে পারার সামর্থ্যকে আমরা কিছুটা অবমূল্যায়ন করেছিলাম হয়তো। কারণ মাঠে নামার আগে যেসব কথা সে আমাকে বলেছে, তাতে আমি অবাক হয়েছি। তার দিকে তাকিয়ে আমি বলেছি, ''তুমি কি নিশ্চিত যে এটা তোমার চতুর্থ বা পঞ্চম টেস্ট ম্যাচ!'' তার গতি অবশ্যই দারুণ, তবে আরও বেশি মুগ্ধতা জাগানিয়া ব্যাপার তার শেখার তাড়না। সে উন্নতি করতে থাকবে। আমি নিশ্চিত, তার আরও অনেক কিছু আমরা দেখব।'