দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) নাসা গ্রুপের চেয়ারম্যানের আরও ১৮২ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেন আদালত।
এ নিয়ে দুদকের আবেদনে তিন ধাপে যুক্তরাজ্য, রাজধানীতে একাধিক প্লট-ফ্ল্যাট ও কোম্পানি শেয়ার মিলিয়ে এক হাজার ৩৬০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দেন আদালত।
এদিন বীমা উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মোশররফ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।
আরও পড়ুন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও স্ত্রীর ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ব্যবসায়ী অভিযোগে দুদকের জালে ধরা পড়েন নাসা গ্রুপ ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। তার বিরুদ্ধে চলতি বছরের ফেব্রুয়ারিতে ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে সংস্থাটি।
এদিকে, সাড়ে ১৪ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বীমা উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এম মোশররফ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক।
এদিন এনবিআর সদস্য এ কে এম বদিউল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের সাড়ে ৬ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।

১ সপ্তাহে আগে
৫






Bengali (BD) ·
English (US) ·