নাসরিন একাডেমিকে গোলবন্যায় ভাসালো রাজশাহী স্টারস

১ সপ্তাহে আগে
প্রায় দেড় বছর পর মাঠে গড়িয়েছে নারী ফুটবল লিগ। তবে মাঠের খেলায় নেই এতটুকুও প্রতিদ্বন্দ্বিতা। ক’দিন আগে একপেশে ম্যাচে নাসরিন একাডেমির জালে দুই হালি গোল দিয়েছিল বিকেএসপি। আর আজ সেই নাসরিন একাডেমির জালেই এক ডজন গোল দিলো রাজশাহী স্টারস!

অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়েই দল গড়েছে নাসরিন একাডেমি। তবে আগের ম্যাচের মতো এ ম্যাচেও অভিজ্ঞদের নিয়ে মুদ্রার উল্টো পিঠ দেখতে হলো দলটাকে। একটি দুটি নয়, গুণে গুণে ১২টি গোল হজম করতে হলো তাদের। দুই ম্যাচেই তারা হজম করলো ২০ গোল! 

 

আরও পড়ুন: জয় দিয়ে বছর শুরু আবাহনীর, কিংসকে রুখে দিয়েছে ফকিরেরপুল

 

গত লিগে ঋতুপর্ণা, সাবিনারা খেলেছিলেন নাসরিনের হয়ে। বলতে গেলে জাতীয় দলের প্রায় সব খেলোয়াড়দের নিয়ে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার তারা জাতীয় দল তো দূরে থাক, বাফুফের ক্যাম্পেরও কোনো খেলোয়াড়কে দলে ভেড়াতে পারেনি। 

 

নারী ফুটবলে নতুন ক্লাব রাজশাহী স্টারস। শুরুতেই তারা বড় বাজেটের দল গড়েছে। বর্তমানে বাংলাদেশ নারী ফুটবলের সবচেয়ে বড় তারকা ঋতুপর্ণা চাকমাকে দলে ভিড়িয়েছে তারা। দেশি-বিদেশি মিলিয়ে শিরোপার বেশ শক্তপোক্ত দল গড়েছে রাজশাহী স্টারস। 

 

আরও পড়ুন: বেতন বকেয়ার অভিযোগ তুলে বসুন্ধরা কিংস ছাড়লেন কিউবা মিচেল

 

লিগের প্রথম ম্যাচেই উড়ন্ত সূচনা করেছে দলটি। প্রথম মিনিটেই শাহেদা আক্তার রিপার গোলে এগিয়ে যায় রাজশাহী স্টারস। এরপর শুরু হয় তাদের গোল উৎসব। নেপালি ফুটবলার দীপা শাহী চারটি, দুটি করে গোল করেন সুরভী আকন্দ প্রীতি ও শাহেদা আক্তার। একটি করে গোল করেন স্বপ্না রাণী, আলপি আক্তার, তৃষ্ণা রাণী ও আফঈদা খন্দকার।

]]>
সম্পূর্ণ পড়ুন