নাশকতার অভিযোগে মহিলা লীগ নেত্রীসহ আ.লীগের ৮ কর্মী গ্রেফতার

২ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ককটেল, পেট্রোল ও বিভিন্ন বিস্ফোরক দ্রব্যসহ নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের আট কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন নরসিংদী জেলার কাঠালিয়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি মোসাম্মৎ বীনা আক্তার (৫৬)।

বুধবার (১২ নভেম্বর) ভোরে আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা এলাকায় অভিযান চালিয়ে গাজীপুরাগামী সড়কের বড়দিঘীরপাড় সংলগ্ন বিশ্বনবী একাডেমি কেজি স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়।

 

পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

 

গ্রেফতার অন্যরা হলেন: আমিনুল ইসলাম (২০), আপন (১৯), অনিক (১৯), নিলয় (১৯), নাজমুল (১৯), ইয়ামিন ইসলাম (২০) ও সালমান (১৯)। তাদের বাড়ি আড়াইহাজার ও নরসিংদীর বিভিন্ন এলাকায়।

 

আরও পড়ুন: নরসিংদীতে পুলিশের চেকপোস্ট কার্যক্রম জোরদার

 

পুলিশ জানায়, গ্রেফতার বীনা আক্তারের নেতৃত্বে দলটি ১৩ নভেম্বর ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারা পেট্রোল, ককটেল, টায়ার, গ্যাসলাইট ও লাঠিসোটা সংগ্রহ করে সরকারি স্থাপনা ও যানবাহনে অগ্নিসংযোগের পরিকল্পনা করছিল বলে দাবি করেছে পুলিশ।

 

গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটজনকে আটক করে। ঘটনাস্থল থেকে ককটেল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন,

গ্রেফতার বীনা আক্তারের বিরুদ্ধে নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তিনটি হত্যা মামলা রয়েছে। অপর সাতজনের বিরুদ্ধেও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

 

পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন