বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীতে এ কর্মসূচি পালন করেন তারা।
আরও পড়ুন: আলুর সিন্ডিকেট ওনার লোকেরাই নিয়ন্ত্রণ করছেন, তারেক রহমানকে নাসীরুদ্দীন
এ সময় মোটরসাইকেল যোগে নেতাকর্মীরা বাংলামোটর নেভি গলি থেকে শুরু হয়ে শাহবাগ দিয়ে এলিফ্যান্ট রোড, ধানমন্ডি ৩২, সংসদ ভবন, ফার্মগেট হয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর বাংলামোটর এলাকা প্রদক্ষিণ করে।
দেশজুড়ে নানা গুপ্ত হামলা ও আগুন সন্ত্রাসের পেছনে আওয়ামী লীগকে দায়ী করে নাশকতার সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের দাবি জানান তারা।
নাশকতা প্রতিরোধ করতে দলের নেতাকর্মীরা রাজপথে রয়েছে বলে জানান দেন তারা।
আরও পড়ুন: অর্থ ও পেশিশক্তির রাজনীতি এখনও চলছে: সামান্তা
প্রসঙ্গত: জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায়ের দিন নির্ধারণ করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ছিল আজ। এতে করে দিনব্যাপী নাশকতার আশঙ্কা করা হলেও তেমন কোনো ঘটনা ঘটেনি।
আগামী ১৭ নভেম্বর মামলার রায় ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এ ছাড়া প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে ভাষণ প্রদান, নগরজুড়ে আওয়ামী লীগের কর্মী গ্রেপ্তারসহ নানা কারণে ঘটনাবহুল ছিল দিনটি।

৪ দিন আগে
৩








Bengali (BD) ·
English (US) ·