সোমবার (২৩ জুন) দুপুরে খুলনার খালিশপুরে নিউ সিটি নার্সিং ইন্সটিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত 'জাপানে দক্ষ নার্স ও কেয়ারগিভার নিয়োগ' শীর্ষক এক সেমিনারে এসব কথা জানান বক্তারা।
ওয়ার্ক ইন নিপ্পন এবং কোকোরোজাশি লিমিটেড, জাপানের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে উপস্থিত ছিলেন ইওর ব্রাইট জাপানের সিইও মিওয়া ইয়ামাশিতা এবং কোকোরোজাশি লিমিটেডের চেয়ারম্যান ওকাবায়শি কুনিয়াকি।
আরও পড়ুন: স্নাতক সমমান স্বীকৃতির দাবিতে বাগেরহাটে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ সিটি নার্সিং ইন্সটিটিউটের প্রিন্সিপাল মো. জাহাঙ্গীর আলম। আলোচনায় অংশ নেন সৈয়দ মাসুদুর রহমান ও সাব্বির আশরাফ।
সেমিনারে বক্তরা বলেন, বাংলাদেশ থেকে অন্তত এক লাখ দক্ষ কর্মী জাপানে পাঠানো হবে। এজন্য আগ্রহী প্রার্থীদের জাপানি ভাষায় এন-৪ ও কেয়ারগিভার বিষয়ে টেকনিক্যাল দুটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সাফল্যের সঙ্গে ভিসা পেলে পাঁচ বছর মেয়াদি এসএসডব্লিউ (Specified Skilled Worker) ভিসায় জাপানে কাজ করার সুযোগ মিলবে। সেখানে দীর্ঘমেয়াদি চাকরি ও স্থায়ী বসবাসের ব্যবস্থাও রয়েছে।
আরও পড়ুন: কর্মস্থলে না থেকেও বেতন নিচ্ছেন ১৬ নার্সিং কর্মকর্তা
অনুষ্ঠানে শতাধিক নার্সিং শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনার শেষে তারা অতিথিদের কাছে নানা প্রশ্ন করেন এবং বিদেশে চাকরির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।
এর আগে সকালে খুলনা সরকারি নার্সিং ও মিডওয়াইফারি কলেজেও জাপানে চাকরির সম্ভাবনা নিয়ে আরও একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
]]>