শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা-২০ আসনে অনুষ্ঠিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। ধামরাই উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার পরিকল্পনা করেছেন। বিশেষত ঘরে, কর্মক্ষেত্রে এবং জনসমাগমস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে নানা পদক্ষেপ বাস্তবায়ন করবেন। আমাদের নেতা তারেক রহমান এক কথার মানুষ; তিনি যে প্রতিশ্রুতি দেন, তা তিনি পালন করেন।'
তিনি বলেন, 'নারীর সম্ভাবনাকে সীমাবদ্ধ করে এমন ধারণার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য সুরক্ষিত ও সম্ভাবনাময় পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য। বিএনপি এই জায়গায় শক্ত ভূমিকা রাখবে।'
আরও পড়ুন: ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে একটি দল ষড়যন্ত্র করছে: মুরাদ
তিনি আরও বলেন, 'আমরা একটি আধুনিক, গণমুখী বাংলাদেশ দেখতে চাই, যেখানে কোনো নারীর ওপর কেউ কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে না পারে। আমাদের নেতা তারেক রহমান এবং আমাদের দল বিএনপি এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে।'
সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা দলের যুগ্ম সম্পাদক সাবিনা ইয়াসমীন। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন সানজিদা ইসলাম মাঈশা।

২ দিন আগে
২






Bengali (BD) ·
English (US) ·