নারীর সংগ্রাম ও আত্মমর্যাদার গল্প ‘ইন্দুবালার ভাতের হোটেল’

২ সপ্তাহ আগে
পাঠচক্রে মূল আলোচনায় সহসভাপতি ফারাহ্ উলফাৎ রহমান বলেন, ‘“ইন্দুবালার ভাতের হোটেল” শুধু একটি উপন্যাস নয়, এটি এক নারীর জীবনসংগ্রাম, একাকিত্ব ও মানবিকতার গভীর প্রতিচ্ছবি। দেশভাগের পর শিকড়হীন হয়ে পড়া ইন্দুবালা জীবনের কঠোর বাস্তবতার মুখোমুখি হয়ে নিজের মর্যাদা ও আত্মসম্মান রক্ষায় লড়াই করেছেন। জীবিকার জন্য তিনি খুলে ফেলেন একটি ছোট ভাতের হোটেল, যা পরে হয়ে ওঠে তার জীবনের কেন্দ্রবিন্দু ও মানসিক আশ্রয়স্থল।’
সম্পূর্ণ পড়ুন