নারীদের গোসলের ভিডিও ধারণ করে ‘ব্ল্যাক মেইল’ করেন রনি, গ্রেফতারের দাবি

২ সপ্তাহ আগে
মোংলায় নারীর গোসলের ভিডিও ধারণ করে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টার অভিযোগ উঠেছে রনি নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (১৪ জুলাই) দুপুরে ভুক্তভোগী ওই নারী থানায় মামলা করেন।

এ ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী ওই নারীসহ তার পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে এবং কাউকে কিছু জানালে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। থানায় মামলা হলেও আসামি গ্রেফতার না হওয়ায় নিরাপত্তাহীতায় দিন কাটছে ভুক্তভোগী ওই নারীসহ তার পরিবারের সদস্যদের।

 

ভুক্তভোগী ওই নারী ও এলাকাবাসী জানায়, মোংলা পোর্ট পৌরসভার ৬ নং ওয়ার্ডে বসবাস করছে ভুক্তভোগী ওই নারী পরিবারের সদস্যরা। একই এলাকায় বসবাস করছে রনিও। তার স্ত্রী ও সন্তান রয়েছে। বেশ কিছু দিন যাবত ওই নারীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল রনি। কিন্ত তার এ অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় হুমকিও দিতেন।

 

গত কয়েক দিন আগে পৌরসভার ৬ নং ওয়ার্ড তার বাবার বাড়ি বেড়াতে আসেন। সেখানে বসে ঘরে পাশে গোসল করার সময় গোপনে কৌশলে মোবাইল ফোনে তার গোসলে ভিডিও ধারণ করে রনি। পরে গত ২৮ জুন সকাল ৯টার দিকে সেই ভিডিও দেখিয়ে ওই নারীকে তার সাথে অনৈতিক সম্পর্ক করতে চাপ সৃষ্টি করে এবং তার মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বলে। এছাড়া তার সাথে শারীরিক সম্পর্ক না করলে ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ারও হুমকি দেয় রনি।

 

আরও পড়ুন: দুর্বৃত্তের হামলায় মোংলা বন্দরের কর্মচারী আসিফ গুলিবিদ্ধ

 

এতেও রাজি না হলে ওই নারীর স্বামীর বাড়ি গিয়ে সকলের সামনে তার সাথে অবৈধ সম্পর্ক একথা প্রচার করে রনি।

 

এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে রনিসহ তার দলবল ভুক্তভোগী নারীসহ তার মা-বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করে বলে মামলায় উল্লেখ করা হয়।

 

এলাকাবাসীর অভিযোগ, রনি এলাকার বখাটে, তার বিরুদ্ধে এ ধরণের ঘটনার বহু অভিযোগ রয়েছে। কৌশলে নারীদের গোসলের ভিডিও ধারণ করেন তিনি।

 

তাই রনিকে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

 

আরও পড়ুন: মোংলায় পূর্ব শত্রুতার জেরে যুবদল কর্মীসহ ৩ জনকে কুপিয়ে জখম

 

মোংলা থানার পরিদর্শক মানিক চন্দ্র গাইন বলেন, অভিযোগ পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত করে সত্যতা পেয়ে মামলাও নেয়া হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন