নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কবিরাজ গ্রেফতার

৪ দিন আগে
লক্ষ্মীপুরে এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবু ছিদ্দিক নামে এক কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ মে) রাতে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

 

অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ফতেহধর্মপুর এলাকার নুরনবীর স্ত্রী লিপি আক্তার (৪০) কবিরাজি চিকিৎসা নিতে পার্শ্ববর্তী পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর এলাকায় আবু ছিদ্দিক কবিরাজের বাড়িতে যায়। এ সময় আবু ছিদ্দিক তাকে একা পেয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করে। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সম্মান বাঁচে তার।
 

আরও পড়ুন: লক্ষ্মীপুরে কিশোরীকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

 

ধর্ষণ চেষ্টার ঘটনায় ভিকটিম লিপি আক্তার নিজেই বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে লক্ষ্মীপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত কবিরাজের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো. আবদুল মোন্নাফ জানান, ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত কবিরাজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে

]]>
সম্পূর্ণ পড়ুন