শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ভারতের ওয়াকফ আইন সংস্কারের নামে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দেশে নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আয়োজিত গণমিছিলে অংশ নিয়ে ফয়জুল করিম এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, নারী সংস্কার কমিশনের প্রতিটি সুপারিশ ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। নারী সংস্কার কমিশনের প্রস্তাবনার মাধ্যমে ইউনূস সরকারকে হটানোর পরিকল্পনা চলছে। অচিরেই নারী সংস্কার কমিশন বাতিল করে সদস্যদের বিচারের মুখোমুখি করতে হবে।
আরও পড়ুন: নির্বাচনকালীন জোট নিয়ে যা ভাবছে ইসলামী দলগুলো
নির্বাচন ইস্যুতে মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন, আগে প্রয়োজনীয় সব সংস্কার শেষ করতে হবে, পরে নির্বাচন দিতে হবে। জাতীয় সংসদের আগে স্থানীয় নির্বাচন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী দুবারের বেশি থাকতে না পারার প্রস্তাবে একমত জামায়াত
এসময় ওয়াকফ আইন সংস্কারের নামে নরেন্দ্র মোদি সরকার ভারতের মুসলমানদের সম্পত্তি দখলের পাঁয়তারা করছে বলেও মন্তব্য করেন মুফতি সৈয়দ ফয়জুল করিম।
]]>