বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ‘সিদ্ধান্ত গ্রহণে নারীরা কোথায়’ শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
এ সময় নারী প্রার্থীদের নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে নির্বাচনী খরচ রাষ্ট্রীয়ভাবে সমন্বয়ে কমিশনকে প্রস্তাব দেয়া হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে নারী সংগঠনগুলোকেও রাজনৈতিক দলের মতো মর্যাদা দিয়ে স্বতন্ত্রভাবে সংসদে আসার সুযোগ দেয়া দরকার বলে মন্তব্য করেন মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার
জাতীয় রাজনীতিতে নারীর অর্থপূর্ণ প্রতিনিধিত্বের দাবিতে নারীর রাজনৈতিক অধিকার ফোরামের এ আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নারী নেত্রীরা অংশ নেন।
আরও পড়ুন; নারীরা মাথা উঁচু করলে গোটা দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে: উপদেষ্টা শারমীন
সম্মেলনে সমাজ ও রাজনীতিতে নারীর অবদান তুলে ধরেন বক্তারা। পাশাপাশি নারী-পুরুষের সম অধিকার নিশ্চিতের দাবিও জানান তারা।
বক্তারা অভিযোগ করেন, সংকটে নারীরা ব্যক্তি হিসেবে এগিয়ে এলেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সুচতুরভাবে তাদের সরিয়ে রাখা হয়।
এসময় ঐকমত্য কমিশনে নারীদের প্রাধান্য দেয়া হয়নি বলেও সমালোচনাও করেন বক্তারা।
]]>