নারী পর্যটকের গোপন ভিডিও ধারণ করায় যুবককে কারাদণ্ড

৩ সপ্তাহ আগে
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গোসলের সময় নারী পর্যটকদের গোপনে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে মো. রুবেল (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে অনুষ্ঠিত ভ্রাম্যমাণ আদালত পেনাল কোড, ১৮৬০-এর ৫০৯ ধারা মোতাবেক এই দণ্ডাদেশ প্রদান করেন। রুবেল বরগুনা সদর উপজেলার বাসিন্দা এবং মুদি দোকান পরিচালনার পাশাপাশি কনটেন্ট তৈরি করতেন।

 

সৈকতের ফটোগ্রাফাররা জানিয়েছেন, 

 

আমরা সৈকতে ছবি তুলছিলাম। হঠাৎ দেখি মেয়েদের ভিডিও করছে এবং বাজে মন্তব্য করছে। তখনই তাকে আটক করে মোবাইল ফোন চেক করি, যেখানে বহু ভিডিও পাওয়া গেছে। পরে দ্রুত ট্যুরিস্ট পুলিশকে খবর দেওয়া হয়।

 

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, রুবেলকে সৈকতের ফটোগ্রাফাররা আটক করে। প্রাথমিক তদন্তে তার ফোনে দীর্ঘদিন ধরে এ ধরনের কনটেন্ট তৈরির প্রমাণ পাওয়া গেছে। তবে সেগুলো কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে প্রকাশিত হয়নি। ধারণা করা হচ্ছে, তিনি এসব ভিডিও বিক্রি করতেন বা অন্য ডিভাইসে সংরক্ষণ করতেন।

 

আরও পড়ুন: পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে ডাকসু-জাকসুর মতো অবস্থা হবে: চরমোনাই পীর

 

পর্যটকরা বলেন, এ ধরনের অনৈতিক কাজ অত্যন্ত দুঃখজনক। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর হওয়া প্রয়োজন।

 

কলাপাড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসিন সাদেক জানান, পর্যটন এলাকায় এই ধরনের কর্মকাণ্ড কুয়াকাটার ভাবমূর্তি নষ্ট করছে। আইন অনুযায়ী তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পর রুবেলকে থানায় হস্তান্তর করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন