নারী ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি

১ সপ্তাহে আগে
৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় বসবে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সুমাইয়া হায়দার ঝিলিক। জাতীয় দলের হয়ে এর আগে টি-২০ খেলেছেন তিনি। ওয়ানডে দলে ডাক পেয়েছেন ব্যাট হাতে সাম্প্রতিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে। বিসিবি এক বিবৃবিতে বিষয়টি জানিয়েছে।


দলে ফিরেছেন নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার। নিশি দলের সবচেয়ে কনিষ্ঠ সদস্য, ২০২৩ সালে অভিষেক হওয়ার পর ১৭ বছর বয়সি এই ক্রিকেটার এখন পর্যন্ত ২টি ওয়ানডে খেলেছেন। ঝিলিক, নিশি ও সুমাইয়া দলে ঢোকায় বাদ পড়েছেন দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস ও ইশমা তানজিম।


আরও পড়ুন: ‘এটা কৌশলগত সিদ্ধান্ত’–সোহানকে দলে নেয়ার ব্যাখ্যায় লিপু


২ অক্টোবর বাংলাদেশের মিশন শুরু হবে কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে তাদের উড়াল দিতে হবে গুয়াহাটিতে। ১০ অক্টোবর নিউজিল্যান্ড, ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, ১৬ অক্টোবর অস্ট্রেলিয়া, ১০ অক্টোবর শ্রীলঙ্কা ও ২৬ অক্টোবর ভারতের মুখোমুখি হবে তারা।


বাংলাদেশ স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), ফারজানা হক, রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফাহিরা ইসলাম, সানজিদা আক্তার, নিশিতা আক্তার ও সুমাইয়া আক্তার।

]]>
সম্পূর্ণ পড়ুন