সোমবার (১৪ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের ১৩তম দিনের আলোচনা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ বিষয়ে তিনি খোলামেলা কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সংস্কার কমিশনগুলোর কিছু প্রস্তাব বাস্তবায়ন করা অন্তত দুরূহ। ৩৩ শতাংশ আসনে সরাসরি নারীদের নির্বাচনের প্রস্তাব এসেছে। আমরা যেখানে আরপিওর ভিত্তিতে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব বাস্তবায়ন করতে পারিনি সামাজিক নানা বাস্তবতায়, সে জায়গায় আমরা ক্রমান্বয়ে এগোতে চাই। সংসদে নারী প্রতিনিধিত্ব নির্বাচনে আমরা বিদ্যমান পদ্ধতির কথাই বলেছি।
ভালো প্রস্তাব এলে দলীয় ফোরামে বিষয়টি নিয়ে কথা হবে জানিয়ে তিনি আরও বলেন, ওভারনাইট হয়তো বৈপ্লবিক পরিবর্ততন আসবে না। তবে ধীরে ধীরে হয়তো সরাসরি নারী আসনের অবস্থায় যাওয়া যাবে। এ বিষয়ে আরো আলোচনা হবে। গ্রহণযোগ্য প্রস্তাব পেলে দলীয় ফোরামে আমরা আলোচনা করে মতামত দেবো।
সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে তিনি আরও বলেন, উচ্চকক্ষ নির্বাচন পদ্ধতি নিয়ে কেউ একমতে আসতে পারিনি। কয়েকটি দলের অবশ্য উচ্চকক্ষ নিয়েই দ্বিমত। ৬৪ জেলা ও ১২ মহানগর নিয়ে ৭৬ জনের একটা উচ্চকক্ষের যে সরাসরি ভোটের প্রস্তাব আসছে, সেটা অস্বাভাবিক।
আরও পড়ুন: নারী আসন ও উচ্চকক্ষ নিয়ে ঐকমত্য হয়নি: আলী রীয়াজ
এদিকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, নারী আসন এবং উচ্চকক্ষ গঠন নিয়ে আগামী দিনেও আলোচনা হবে। আমরা এখনো চেষ্টা করছি, দলগুলোও একমতে পৌঁছাতে চেষ্টা করছে। আশা আছে, জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে।
]]>