রোববার দুপুরে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় গণপিটুনির শিকার হন কামরুল।
জানা গেছে, নিহত কামরুল চাঁদপুর জেলার হাইমচর সদর থানা এলাকার মাইনুদ্দিন পাটোয়ারি ওরফে হুমায়ুন কবির ওরফে জাহাঙ্গীরের ছেলে। তারা সপরিবারে শিয়াচর তক্কার মাঠ এলাকায় বসাবাস করে।
স্থানীয়রা জানান, কামরুল ‘পেশাদার ছিনতাইকারী’ ছিল। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চাঁদাবাজি ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন: গুলিস্তানে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গণপিটুনীর খবর পেয়ে পুলিশ কামরুল নামে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়।
অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ১০টায় সেখানে কামরুলের মৃত্যু হয়।
ওসি আরও জানান, যতটুকু জানতে পেরেছি নিহত কামরুলের বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগসহ ফতুল্লা থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
]]>