নারায়ণগঞ্জে ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

২ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চারটি চুন কারখানাসহ পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার পিরোজপুর, মোগরাপাড়া ও মাঝিপাড়া এলাকায় চারটি স্থানে এই অভিযান পরিচালিত হয়। এ সময় চারটি চুন কারখানায় অবৈধভাবে গ্যাসের সংযোগ নিয়ে ব্যাপকভাবে উৎপাদন কাজ চালানোর হাতেনাতে প্রমাণ পায় তিতাসের ভ্রাম্যমাণ আদালত।


জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ওই চারটি চুন কারখানার উৎপাদন কাজে ব্যবহৃত আটটি ভাট্টি ও যাবতীয় মালপত্র এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেয় তিতাস কর্তৃপক্ষ। একই সঙ্গে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি স্প্রে করে চুনা ভাট্টির যাবতীয় মালামাল নষ্ট করা হয়।


আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল সংখ্যক অবৈধ পাইপ, রাইজার ও দশটি বার্নার। পরে দেড় কিলোমিটার বিস্তৃত ২০০ বাড়ির পাঁচ শতাধিক অবৈধ আবাসিক গ্যাসের সংযোগও বিচ্ছিন্ন করা হয়।


তিতাস কর্তৃপক্ষ জানায়, ইতিপূর্বে আরও পাঁচবার চুন কারখানাগুলোর অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হলেও সম্প্রতি স্থানীয় প্রভাবশালী মহল ও দালাল চক্রের ছত্রছায়ায় পুনরায় অবৈধ সংযোগ নিয়ে কারখানাগুলো পরিচালনা শুরু হয়। বিষয়টি জানতে পেরে এবার ষষ্ঠবারের মতো অভিযান চালিয়ে চুন কারখানাগুলোর অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হলো।


আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন: তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌ. শবিউল আউয়াল, সহকারী প্রকৌশলী সৈয়দ তাফহীম, ফরিদ হাসান ও মুরাদ হুসাইনসহ অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীরা।


নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম বলেন, ‘অবৈধ গ্যাসের সংযোগ বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলমান থাকবে। এরসঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন