নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ২৭ মাদকসেবী আটক, ৯ জনকে সাজা

৩ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলস্টেশনে অভিযান চালিয়ে ২৭ জন মাদকসেবীকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে পাওয়া যায় মাদক সেবনের নানা সরঞ্জাম। পরে আটকদের মধ্য থেকে ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের নেতৃত্বে থানা পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যের সমন্বয়ে যৌথ বাহিনী এই অভিযান চালায়।

 

সাজাপ্রাপ্তরা হলেন: রাকিব, রাজন, লেবু শেখ, ফারুক, জাহাঙ্গীর, হানিফ, রবিন, লিমন ও সিয়াম।

 

আরও পড়ুন: ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের মাদককারবারি গ্রেফতার

 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন বলেন, ‘চাষাঢ়া রেলস্টেশন এলাকায় একদল মাদকসেবী আড্ডা বসিয়ে মাদক সেবন করছে-- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে ৭০ থেকে ৮০ জনকে আটক করা হয়। পরে যাচাই বাছাই ও তল্লাশি করে ২৭ জনের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। তাদের মধ্য থেকে ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় এবং ১৮ জনকে আটক দেখিয়ে থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়।

 

আরও পড়ুন: বগুড়ায় সেনাবাহিনী ও পুলিশের মাদকবিরোধী যৌথ অভিযান

 

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘সম্প্রতি উঠতি বয়সের বখাটে তরুণ ও কিশোররা মাদকাসক্ত হয়ে পড়ায় জেলায় কিশোর গ্যাং, চুরি, ডাকাতি, ছিনতাই এবং হত্যাকাণ্ডসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ঘোষিত জিরো টলারেন্স বাস্তবায়ন করতে এ অভিযান পরচালিত হলো। আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

]]>
সম্পূর্ণ পড়ুন