সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম এ রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, কনককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এসময় শাওন হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবীতে আদালতে মানববন্ধন ও বিক্ষোভ করেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
আরও পড়ুন: জুলাই হত্যা / কোনো মামলারই প্রতিবেদন দেয়নি পুলিশ, বলছেন আইনজীবীরা
২০২২ সালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেট এলাকায় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এসময় তৎকালীন জেলা ডিবি পুলিশের এসআই মাহফুজুর রহমান কনকের হাতে থাকা ‘চাইনিজ রাইফেল’ থেকে ছোঁড়া গুলি যুবদল কর্মী শাওনের শরীরে বিদ্ধ হয়। পরে মুমূর্ষু অবস্থায় শাওনকে সদর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই ঘটনার দুই বছর পরে ২০২৪ সালের ২১ অক্টোবর নিহত শাওনের বড় ভাই মোঃ মিলন বাদি হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। সেই মামলার এজাহারনামীয় আসামি এসআই মাহফুজুর রহমান কনককে গত বৃহস্পতিবার রাতে তার বর্তমান কর্মস্থল ঢাকা এয়ারপোর্টস্থ ১৩ এপিবিএন থেকে গ্রেফতার করে পুলিশ।