এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অধীনে শহরের যানজট নিরসনের দায়িত্বে পালনরত কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে আহত করা হয়েছে।
আহতদের মধ্যে রাতুল দেওয়ান (২২) ও মো. হোসাইন (১৮) নামে দুই শিক্ষার্থীকে শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে শহরের মিশনপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও যানজট নিরসনের দায়িত্বে থাকা কর্মীরা জানান, শহরের ভেতরে ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) প্রবেশের নিষেধাজ্ঞা অমান্য করে একটি ইজিবাইক চাষাঢ়ায় প্রবেশ করলে সেটিকে আটকায় যানজট নিরসন কর্মীরা। ওই সময় শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুলের সমর্থনে প্রচারণামূলক মিছিল করে অর্ধ শতাধিক ব্যক্তি মিশনপাড়া এলাকা দিয়ে যাচ্ছিলো। তখন ইজিবাইকের চালক ওই মিছিল থেকে তার পরিচিত কয়েকজন নেতাকর্মীকে ডেকে আনলে তারা যানজট নিরসন কর্মীদের উপর হামলা চালায়। এতে দুই-তিন জন আহত হন। এসময় সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে শহর জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। সন্ধ্যা পর্যন্ত যানজট থাকলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
আহত পড়ুন: নারায়ণগঞ্জে বাউল শিল্পী আনিকার রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
যানজট নিরসনের দায়িত্বে থাকা শিক্ষার্থী শাহিন মৃধা অভিযোগ করে বলেন, ‘ইজিবাইকের চালক মিছিলে থাকা তার পরিচিত সন্ত্রাসী নেতাকর্মীদের ডেকে এনে আমাদের উপর হামলা চালায়। আমাদের দুই সহকর্মী শিক্ষার্থী আহত হয়। আমরা বার বার তাদের বোঝানোর করার চেষ্টা করেও ব্যর্থ হই। আমরা হামলার ঘটনা মোবাইল ফোনে ভিডিও করতে গেলে তারা আমাদের উপর আরও ক্ষিপ্ত হয়। আমাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়ারও চেষ্টা করে তারা।’
শিক্ষার্থী শাহিন মৃধা আরও বলেন, এ ঘটনার বিষয়ে আমরা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিটি কর্পোরেশনের যানজট নিরসন বিভাগের সুপারভাইজারকে জানিয়েছি। তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসীকে ধরতে গিয়ে ৩ র্যাব সদস্য আহত
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যানজট নিরসন কর্মীদের সুপারভাইজার সম্রাট ইসলাম জানান, বিষয়টি তারা সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
]]>