নারায়ণগঞ্জে মাইক্রোবাসে সংঘবদ্ধ ধর্ষণ, মূলহোতা গ্রেফতার

২ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় এক নারীকে মাইক্রোবাসে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার মূল হোতা শফিককে (২৪) রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে গুলশান-১ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।


উল্লেখ্য, গত শুক্রবার (৮ নভেম্বর) বন্ধকী জমির দলিল ফেরত দেয়ার কথা বলে তরুণীকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পরেরদিন শনিবার (৯ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী ওই তরুণী।


সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকার ওই ঘটনার মামলার আসামিরা হলেন মো. শফিক (২৪), সাইদুল (৪৯), নাজমুল হোসেন (২১), শামসু (২৮), ফয়সাল (২৪), রাশেদ (২২)।


আরও পড়ুন: নারায়ণগঞ্জে মাইক্রোবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ


মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই তরুণীর পরিবারের আর্থিক অনটনের কারণে তার মা বিদেশে যাওয়ার আগে অভিযুক্তদের একজনের কাছ থেকে বন্ধকী চুক্তির মাধ্যমে টাকা ধার নেন। পরে টাকা পরিশোধের পরও অভিযুক্ত ব্যক্তি দলিল ফেরত না দিয়ে টালবাহানা করে আসছিলেন।


সম্প্রতি দলিল ফেরত দেয়ার কথা বলে অভিযুক্তরা ওই তরুণীকে সিদ্ধিরগঞ্জে ডেকে নেয়। সেখানে মাইক্রোবাসে তোলার পর অভিযুক্তরা তাকে নির্জন স্থানে নিয়ে শারীরিকভাবে নির্যাতন ও ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।


ঘটনার পর ভুক্তভোগীকে সাইনবোর্ড এলাকায় নামিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।

]]>
সম্পূর্ণ পড়ুন