নারায়ণগঞ্জে পাঁচ ভবনের নির্মাণ কাজ বন্ধসহ ৪টি গুঁড়িয়ে দিলো রাজউক

৩ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় নকশা বহির্ভূতভাবে নির্মার্ণাধীন পাঁচটি ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। একই সঙ্গে দুটি বহুতল ভবনসহ নির্মাণাধীন চারটি স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমানের নেতৃত্বে সোমবার (২১ জুলাই) দুপুরে চাঁনমারি, তল্লা ও সবুজবাগ এলাকায় তিনটি স্থানে এই অভিযান পরিচালিত হয়।

 

এসময় রাজউকের নকশার বাইরে নির্মাণ কাজ করায় দুটি বহুতল ভবনসহ পাঁচটি ভবনের নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সাথে চারটি ভবনের বর্ধিত অংশ অপসারণসহ প্রতিটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও আটটি মিটার জব্দ করা হয়।

 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে মাতলামির প্রতিবাদ করায় গুলিতে আহত ২

 

আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন রাজউকের অথরাইজড অফিসার শেখ মোহাম্মদ এহসানুল ইমাম, সহকারী অথরাইজড অফিসার নিপেন চন্দ্র সিদ্ধা, প্রধান ইমারত পরিদর্শক আবু বকর সিদ্দিক, ইমারত পরিদর্শক মো. জাহিদুল ইসলাম, সোহেল রানা, মো. মাজেদুল ইসলাম, মো. রাজিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীরা।

 

আরও পড়ুন: ৫ আগস্ট লং মার্চে গিয়ে আর ফিরে আসেনি নারায়ণগঞ্জের মুন্না

 

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান বলেন, রাজউকের অনুমোদনহীন ও নকশা বহির্ভূতভাবে যে সব ভবন নির্মাণ করা হচ্ছে আমরা সেগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি। পাশাপাশি আমরা মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি যাতে নতুন করে কেউ রাজউকের অনুমোদন ছাড়া বা নকশা বহির্ভূতভাবে কোনো ভবন নির্মাণ না করেন। নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন সব ভবনের বিরুদ্ধে পর্যায়ক্রমে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা চাই মানুষ নিয়মের মধ্যে তাদের আবাসস্থল নির্মাণ করুক।’

]]>
সম্পূর্ণ পড়ুন