নিহত দেলোয়ার হোসেন (৪৮) মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোখলেসুর রহমান।
রেলওয়ে ফাঁড়ি পুলিশ জানিয়েছে, দেলোয়ার হোসেন জেলার সদর উপজেলার ফতুল্লা থানাধীন পঞ্চবটি এলাকার স্থায়ী বাসিন্দা।তিনি রাজধানী ঢাকার শ্যামপুর এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।
আরও পড়ুন: ব্রহ্মপুত্রে পাওয়া গেল হাত-পা বাঁধা যুবলীগ নেতার মরদেহ
নিহত দেলোয়ার হোসেনের সহকর্মী ইমরান হোসেন জানান, দেলোয়ার হোসেন সচরাচর স্কুল ছুটির পর মুন্সীগঞ্জ থেকে নদীপথে নারায়ণগঞ্জ হয়ে পরে ট্রেনে চড়ে শ্যামপুরের বাসায় ফিরতেন।
সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ এবং ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান জানান, ঢাকার কমলাপুর স্টেশন থেকে থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রেনটি নারায়ণগঞ্জ প্রধান স্টেশনের দিকে প্রবেশ করছিল। এ সময় দেলোয়ার হোসেনসহ কয়েকজন যাত্রী প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে চলন্ত ট্রেনের ওঠার চেষ্টা করেন। তখন দেলোয়ার হোসেন চলন্ত ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রেলওয়ে ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিদ্যুৎ অফিসে ডাকাতি, ট্রান্সফরমারসহ বিপুল পরিমাণ তামার লুপ লুট
]]>