মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে বক্তাবলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাসহ দুই শতাধিক মানুষ।
এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ থেকে ইউপি সদস্য রশিদকে অপসারণের দাবিতে নানা স্লোগানসহ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওয়ের আলটিমেটাম দেন বিক্ষোভকারীরা।
আরও পড়ুন: আবারও বলছি, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন: প্রধান উপদেষ্টা
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ১ নন্বর ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ দীর্ঘ প্রায় দুই দশক ধরে ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামিও তিনি। সেই মামলায় গ্রেফতারের পর কারাভোগ করে সম্প্রতি জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে এসে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন রশিদ মেম্বার।
বক্তাদের অভিযোগ, এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগকে ম্যানেজ করে তিনি ইউপি সদস্য থেকে বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তবে একাধিক হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগের দোসর রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মেনে নিতে পারছেন না এলাকাবাসি। অবিলম্বে তাকে অপসারণ করা না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও সহ আরও কঠোর কর্মসূচি পালনের আলটিমেটাম দেন বক্তারা।
আরও পড়ুন: শতাধিক গাড়ি নিয়ে সারজিসের ‘শোডাউন’, অর্থায়নের ব্যাখ্যা চাইলেন তাসনিম জারা
মানববন্ধনে বক্তব্য দেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম প্রধান, বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ, ফতুল্লা থানা মৎস্যজীবি দলের সাবেক সভাপতি রাসেল প্রধান, কৃষক দল নেতা আহমদ উল্লাহ দেওয়ান প্রমুখ।
মানববন্ধন শেষে কয়েকটি পাড়া মহল্লায় বিক্ষোভ মিছিল করেন বিক্ষোভকারি এলাকাবাসি।