শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে। সকালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এর প্রতিবাদে ওই প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত সাজ্জাদ আইলপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, মানসিক ভারসাম্যহীন যুবক সাজ্জাদ প্রতিদিন দিনে-রাতে নিয়মিত এলাকায় হাঁটাচলা করতো। শনিবার ভোর রাতে হাঁটার সময় ক্রাউন সিমেন্ট কোম্পানির রেডিমিক্স কারখানার সামনে পার্কিং করা একটি গাড়িতে সাজ্জাদ ঢিল ছুঁড়লে কাঁচ ভেঙে যায়। পরে কারখানার লোকজন তাকে আটকে রেখে মারধর করে ও গণপিটুনি দেয়। এসময় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই সাজ্জাদের মৃত্যু হয়।
আরও পড়ুন: চুলা জ্বালাতেই বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে নিহত সাজ্জাদের আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে কারখানায় ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরে বাধা দিলে বিক্ষুব্ধ লোকজন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশের ধাওয়ায় বিক্ষুব্ধ এলাকাবাসী পিছু হটলে দুপুর ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পরে গণপিটুনির ঘটনায় জড়িত অভিযোগে ক্রাউন সিমেন্টের রেডিমিক্স কারখানা থেকে ১০ জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় মামলা ও তদন্ত সহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদসহ ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’