নারায়ণগঞ্জে অস্ত্র ও গুলিসহ তরুণ-তরুণী আটক

৩ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।


আটকরা হলেন: ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ফুলতুলি এলাকার নাঈম ও একই এলাকার সুমা আক্তার।


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী সময় সংবাদকে জানান, যাত্রীবাহী বাসে অস্ত্র ও গুলি নিয়ে তরুণ-তরুণী নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আসছেন এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ রাতে মহাসড়কের মেঘনা সেতুর টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন বাসে তল্লাশি করে।


আরও পড়ুন: যশোরে ককটেল-দেশীয় অস্ত্রসহ আটক ৪


এ সময় পুলিশ দেখে ওই তরুণ-তরুণী বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন পাওয়া যায়।


এ ঘটনায় অস্ত্র মামলায় দুজনকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী।

]]>
সম্পূর্ণ পড়ুন