নারায়ণগঞ্জে অটোরিকশা চালক হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

১ দিন আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যাটারিচালিত অটোরিকশা চালক জামান মিয়া হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এক আসামিকে দশ বছরের সশ্রম কারাদণ্ড ও আরেক আসামিকে খালাস দেয়া হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।


মৃত্যদণ্ডপ্রাপ্তরা হলেন- আড়াইহাজার উপজেলার বাগদী এলাকার মোসলেম উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩০), একই এলাকার মৃত আহমদ আলীর ছেলে বাদশা (৩৫) ও নাগেরচরের আহাদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৭)।


নিহত জামান মিয়া উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদি গ্রামের শফিউদ্দিনের ছেলে।


মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২৯ মার্চ আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় অটোরিকশা চালক জামান মিয়াকে শ্বাসরোধে হত্যা করে তার অটোরিকশা নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন মুখে লাল রঙের টেপ পেঁচানো, রশি দিয়ে হাত-পা বাঁধা ও দুই চোখ উপড়ানো অবস্থায় জামান মিয়ার লাশ উদ্ধার হলে স্বজনরা শনাক্ত করেন।


আরও পড়ুন: খুলনায় শ্বশুর হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড


এ ঘটনায় নিহত জামান মিয়ার ভাই জাকির হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা করলে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত পাঁচ আসামিকে গ্রেফতার করে। পরবর্তীতে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।


রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, আদালত এই মামলায় নয় জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আসামি আক্তার হোসেন, সাইফুল ইসলাম ও বাদশা মিয়া দোষী সাব্যস্ত হওয়ায় এই তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। এছাড়া আজগর আলী নামে এক আসামিকে দশ বছরের সশ্রম কারাদণ্ড ও জাহিদুল ইসলাম নামে আরেক আসামিকে খালাস দেন।


নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিদের আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন