নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাসুদ, সম্পাদক পন্টি

১ সপ্তাহে আগে
সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেসক্লাব কার্যকরী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সভাপতি পদে দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার আবু সাউদ মাসুদ এবং সাধারণ সম্পাদক পদে বাংলাভিশন চ্যানেলের জেলা প্রতিনিধি আফজাল হোসেন পন্টিসহ ‘মাসুদ-পন্টি পরিষদ’ প্যানেল পূর্ণ বিজয়ী হয়েছে।


১১টি পদে অনুষ্ঠিত নির্বাচনে সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান কাকন।


কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আরিফ আলম দিপু, মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম জীবন, আব্দুস সালাম এবং প্রণব কৃষ্ণ রায়।


শুক্রবার (২৭ জুন) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করে ৩ সদস্যের নির্বাচন বোর্ড। ৭৯ জন ভোটারের মধ্যে ৭৬ জন ভোট প্রয়োগ করেছেন। এবার নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন এফবিসিসিআই এর সাবেক পরিচালক বিশিষ্ট শিল্পপতি প্রবীর কুমার সাহা। সদস্য ছিলেন মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি মাসুদুজ্জামান ও সিনিয়র আইনজীবী নবী হোসেন।

আরও পড়ুন: নকশার সঙ্গে মিল না থাকায় দুই ভবনের নির্মাণ কাজ বন্ধ করল রাজউক

ভোটগণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় ভোটের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা।


আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ চলাকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব পরিদর্শন করে প্রার্থী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন র‍্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক (সিও) লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।


এর আগে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতিষ্ঠানের নিজস্ব ভবনের ৭ম তলায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।  ক্লাবের ৭৯ জন স্থায়ী সদস্য সভায় উপস্থিত ছিলেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন