শনিবার (৪ জানুয়ারি) বিকেলে নগরীর ইসদাইর এলাকায় ওসমানী পৌর স্টেডিয়ামে অনুর্ধ ১৬ ফুটবল দলের প্রীতি ম্যাচের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির চেয়ারম্যান ও আজদ-রিফাত গ্রুপের পরিচালক তাজুল ইসলাম রাজীব, একাডেমির প্রতিষ্ঠাতা কোচ খলিলুর রহমান দোলন, সাবেক ফুটবল কোচ ও শুকতারা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোজাম্মেল হক তালুকদার, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় সম্রাট হোসেন এমিলি, আজমল হোসেন বিদ্যুৎ ও মিঠুন চৌধুরীসহ একাডেমির কর্মকর্তারা।
আরও পড়ুন: ১৭ বছর পর বাংলাদেশের শীর্ষ লিগে একাই করলেন ৬ গোল
পরে অতিথিরা কেক কেটে একাডেমির রজত জয়ন্তী উদযাপন করেন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের সবাইকে উত্তরীয় ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির চেয়ারম্যান তাজুল ইসলাম রাজীব বলেন, জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি করতে হলে একটি ভালো ক্লাব, ভালো ফুটবল দল ও স্পন্সর সবচেয়ে বেশি প্রয়োজন। সমাজের বিত্তবান ক্রীড়ানুরাগীরা পাশে দাঁড়ালেই সেটা সম্ভব। যার ফলস্বরূপ এই একাডেমি থেকে ১৯ জন খেলোয়াড় জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন।