নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হন দুলাল, ৪ দিন পর মসজিদের ছাদে মিলল মরদেহ

৩ সপ্তাহ আগে
চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের ছাদে সন্ধান মিলেছে এক মরদেহের। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর প্রকাশ দুলাল (৪০) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি পেশায় ছিলেন ইজিবাইক চালক।

এর আগে গত ২৭ অক্টোবর ফজর নামাজ পড়তে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এদিকে, গত চারদিন মসজিদের ছাদে পড়ে থাকা মরদেহটিতে পঁচন ধরেছে। ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ।

 

দুলাল হাইমচর উপজেলা পরিষদের পাশ পূর্বচর কৃষ্ণপুর গ্রামের হাশেম মেলকারের বড় ছেলে।

 

পরিবার সূত্রে জানা যায়, অটোবিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা দুলাল গত ২৭ অক্টোবর ফজর নামাজ পড়তে বের হয়ে আর ফেরেননি। চারদিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ জামে মসজিদের ভেতর থেকে দুর্গন্ধ এলে মসজিদের ইমাম ও কর্মরত আনসার সদস্য দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ছাদে যান। সেখানেই দুলালের অর্ধগলিত মরদেহ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেন তারা।

 

আরও পড়ুন: নিখোঁজের ৭ দিন পর গলায় পাথর বাঁধা অবস্থায় শিশু আদিবার মরদেহ উদ্ধার

 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মৃতের পরিবারের সদস্যরা। তারা মরদেহটি দুলালের বলে শনাক্ত করেন। পরে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

 

দুলালের ছেলে জানান, তার বাবার তেমন কোনো শত্রু ছিল না। তিনি অটো চালিয়ে সংসার চালাতেন এবং সবার সাথে হাসিখুশি ছিলেন। স্ত্রী তামান্না বেগমও কান্নাজড়িত কণ্ঠে জানান, তার স্বামীর কারো সঙ্গে শত্রুতা ছিল না। স্বামী-স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে সুখে জীবন যাপন করছিলেন এবং তার স্বামী অটোরিকশা চালিয়ে সংসার নির্বাহ করতেন।

 

উপজেলা পরিষদ প্রাঙ্গণে এবং মসজিদের ছাদে দুলালের মরদেহ পাওয়া নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই এটিকে স্বাভাবিকভাবে দেখছেন না। এটি স্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা নাকি হত্যা, তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার সকল সিসি ক্যামেরার ফুটেজ ও ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের দাবি জানিয়েছে।

 

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর খায়রুল কবীর। তিনি সাংবাদিকদের জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তথ্য নিয়ে জানা যায়, মৃত ব্যক্তির নাম হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর দুলাল। তিনি গত ২৭ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

 

আরও পড়ুন: ভাইয়ের খোঁজ নিতে গিয়েছিলেন বোন, পাওয়া গেল অর্ধগলিত মরদেহ

 

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া অর্ধগলিত হওয়ায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে এই ঘটনায় থানায় বর্তমানে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমসহ পুলিশের অন্যান কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহ উদ্ধারের পর পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) চাঁদপুরও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন