দিনাজপুর শহরের পুলহাট এলাকায় ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্পনগরী। ১৫৯টি প্লট বরাদ্দ দেয়া হয়। এরমধ্যে চালকল রয়েছে ৫২টি। বেকারি, সিলভার, স্বয়ংক্রিয় ময়দা তৈরির কারখানা, ডাল-তেলের মিল ও ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপও রয়েছে।
কল-কারখানাগুলো উৎপাদনে থাকলেও নেই ড্রেনের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা। তাই বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। বছরজুড়েই শিল্পনগরীর চারপাশ ভরে থাকে ময়লা আবর্জনায়। নেই ঠিকঠাক নিরাপত্তার ব্যবস্থাও। শ্রমিক ও এলাকাবাসী জানান, ড্রেনের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বর্ষাকালে যাতায়াতে সমস্যা সৃষ্টি হয়। ব্যাহত হয় পণ্য আনা নেয়ার কাজও।
আরও পড়ুন: জয়পুরহাট বিসিক শিল্পনগরী / প্লট বরাদ্দ না পেয়ে হতাশ তরুণ উদ্যোক্তারা
উদ্যোক্তারা বলছেন, বছর প্রতিবর্গফুটের জন্য সার্ভিস চার্জ, ভ্যাট ও খাজনা বাবদ দিতে হয় ৪ টাকা ৩১ পয়সা। বিপরীতে কাঙ্ক্ষিত কোনো সেবা পান না বলে অভিযোগ তাদের। মিলার ও দিনাজপুর চেম্বারের সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী বলেন, বছরের পর বছর সার্ভিস চার্জ বাড়লেও মেলে না কাঙ্ক্ষিত কোন সেবা। ফলে আগ্রহ হারাচ্ছেন নতুন উদ্যোক্তারা।
ব্যবসায়ীরা নেতারা বলছেন, ব্যাংক ঋণ সুবিধা ও উদ্যোক্তা তৈরিতে সরকারি সহযোগিতা পেলে আরও প্রাণবন্ত হয়ে উঠবে এই শিল্পনগরী। দিনাজপুর চালকল মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী বলেন, সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে বিসিককে উদ্যোগ নিতে হবে। পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে সরকারি সহযোগিতা।
বিসিক শিল্পনগরীতে বেহাল সীমানা প্রাচীর, রাস্তা ও নাজুক বর্জ্য ব্যবস্থাপনাসহ বিদ্যমান সমস্যার কথা স্বীকার করে দিনাজপুর বিসিকের উপ-মহাব্যবস্থাপক মো. জাহেদুল ইসলাম জানান, শিল্পনগরীটি সংস্কার করা অবশ্যই প্রয়োজন। অর্থ বরাদ্দ পেলে সমস্যার সমাধানে কাজ করা হবে।
উল্লেখ্য, ৩৫ একরের বেশি জমিতে প্রতিষ্ঠিত দিনাজপুর বিসিক শিল্পনগরীতে বর্তমান কর্মসংস্থানের সুযোগ হয়েছে প্রায় ১০ হাজার শ্রমিকের।
]]>