রোববার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ থেকে তিনি শহরে ফেরার পথে চন্দ্রকলা বাজারে কয়েকজন দুর্বৃত্ত তার মোটর সাইকেলের প্রতিরোধ করে। এ সময় তারা পাশের একটি চায়ের দোকানে নিয়ে গিয়ে তার মোবাইল কেড়ে নেয়। এ সময় তারা হকিস্টিক ও বাটাম দিয়ে বেদম মারপিট করে ফেলে রেখে চলে যায়। এ সময় তিনি নিজেই কোনোমতে মোটরসাইকেল চালিয়ে হাসপাতালে ভর্তি হন।
নাটোর সদর হাসপাতালের চিকিৎসক পলাশ কুমার সাহা বলেন, সেলিমের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার বাম হাত ভেঙে গেছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ২৫
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, আহত সেলিমের পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ দেয়নি। তবে হামলাকারীদের আটক করতে পুলিশের অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।