নাটোরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে বৃদ্ধকে পিটিয়ে জখম

২ সপ্তাহ আগে
নাটোরের লালপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে আসাদুল (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে পিন্টু (৪২) নামে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পালিদাহ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পিন্টুর বাড়িতে চাষ করা একটি গাঁজার গাছ কেটে ফেলেছে আসাদুলের স্বজনরা। তবে গাঁজার কোনো গাছ পুলিশ উদ্ধার করতে পারেনি।


পিন্টু উপজেলার পালিদেহা গ্রামের পলান হালদারের ছেলে ও আসাদুল একই গ্রামের জব্বারের ছেলে।


স্থানীয়রা জানান, দুই মাদক ব্যবসায়ীর মধ্যে গাঁজার ক্রয়-বিক্রয়ের টাকা লেনদেন নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে আসাদুলকে মারধর করে পিন্টু। পরে স্থানীয়রা আসাদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


আরও পড়ুন: হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত অর্ধশত


পরে আসাদুলের স্বজনরা পিন্টুর বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে এবং রোপণ করা ৫ ফুটের একটি গাছ কেটে ফেলে রেখে যায়।


এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান রাজু বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে সেখানে গাঁজার গাছ পাওয়া যায়নি। আর মারামারির বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন