নাটোরে প্রতীক বরাদ্দের আগেই ধানের শীষের প্রচারণার অভিযোগ

১ দিন আগে
নাটোরের সিংড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই ধানের শীষের প্রচারণার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ।

 

অভিযোগে বলা হয়, প্রতীক বরাদ্দ না হলেও পোস্টার ছাপিয়ে ভোট প্রার্থনা ও গণসংযোগ চালাচ্ছেন নাটোর-৩ (সিংড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকরা। প্রচারণার বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মহেশচন্দ্রপুর বাজারে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন পৌর বিএনপি নেতা শাখাওয়াত হোসেন। একই দিন সন্ধ্যায় উপজেলার ইটালী বাজারে পোস্টার ও হ্যান্ডবিল নিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান ছাত্রদল নেতা মেহেদী হাসান তুহিন।

 

আরও পড়ুন: রাজশাহীতে আটক নাটোর পৌরসভার সাবেক প্যানেল মেয়র কারাগারে

 

গণসংযোগের অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা শাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা ভোট চাইনি, সেখানে কেন্দ্র কমিটি গঠন করতে গিয়েছিলাম।’

 

এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু বলেন, ‘হ্যান্ডবিল বা পোস্টার ছাপিয়ে প্রচারণার বিষয়টি আমার নজরে আসেনি। এটি বিচ্ছিন্ন ঘটনা হতে পারে। তবে আচরণবিধি লঙ্ঘন হয় এমন কাজ না করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি।’

 

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, বিষয়টি এখনো কেউ আনুষ্ঠানিকভাবে তাদের জানায়নি। অভিযোগ পেলে বা আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মিললে নির্বাচনী ম্যাজিস্ট্রেট যথাযথ ব্যবস্থা নেবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন