বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে নাটোর দয়রামপুর সড়কের হাতিমাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুজন লালপুর উপজেলার ফুলবাড়ি এলাকার সুনিল কুন্ডু ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, দুপুরে হাতিমাড়া এলাকায় রাস্তার পাশে একটি পুকুরে হেলমেটসহ মানুষের মাথা দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এ সময় ফায়ার সার্ভিস পুকুরে তল্লাশি করে সুজনের মরদেহ ও তার মোটরসাইকেল উদ্ধার করে।
আরও পড়ুন: খুলনার নদ-নদীতে এক বছরে অর্ধশত মরদেহ উদ্ধার
ওসি আরও জানান, সকালে সুজন নিজ বাড়ি থেকে এক আত্মীয়কে নাটোর স্টেশনে রেখে বাড়ি ফিরছিলেন সুজন। মোটরসাইকেলের গতি বেশি থাকায় পথে হাতিমাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।