নিহত নাদিম মাহমুদ (২৩) বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সিয়ানি মধ্যপাড়া এলাকার মঞ্জুর রহমানের ছেলে ও রুবেল হোসন (২৪) একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
অপরদিকে আহত সামসুদ্দিন একই এলাকার মৃত সাবের প্রামাণিকের ছেলে।
আরও পড়ুন: আজান দিতে যাওয়ার পথে পিকআপচাপায় ইমাম-মোয়াজ্জিন নিহত
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, বিকেলে নাদিম, রুবেল ও সামছুদ্দিন মোটরসাইকেলে বগুড়া থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়া উপজেলার নিংগইন এলাকায় একটি গাড়িকে ওভারটেক করার সময় সামনে আরেকটি গাড়ি এসে পড়ে।
এ সময় একটি পিকআপভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু এবং একজন আহত হন। পরে স্থানীয়রা আহত ও মরদেহ দুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।