বৃহস্পতিবার (২৬ জুন) রাতে উপজেলার বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত আবির ওই এলাকার মিলন হোসেনের একমাত্র ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, বিকেল তিনটার দিকে আবির সাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এরপর থেকে আর বাড়ি ফেরেনি সে। অনেক খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে স্থানীয়রা বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে মহিষভাঙ্গা এলাকায় একটি রক্তমাখা সাইকেল পড়ে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী আশপাশে খোঁজ শুরু করে।
আরও পড়ুন: ১৫ বছর পর প্রবাস থেকে ফিরে সন্তানের নিথর দেহ পেলেন বাবা!
এরপর মহাসড়কের পাশের একটি নির্মাণাধীন ভবনের ভেতর থেকে আবিরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার হোসেন জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শিশুটির মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’
]]>