শুক্রবার (১ আগস্ট) সকালে খুবজিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের বাসিন্দা।
নাটোর সেনাবাহিনী ক্যাম্প সূত্র জানায়, ৫৭ কিশোর মিনি ট্রাকে করে ধানাইদহ এলাকা থেকে বিলশা এলাকায় নৌকায় ডিজে পার্টিতে অংশ নিতে যাচ্ছিল। পথে খুবজিপুর এলাকায় সেনাবাহিনীর একটি টহল টিম তাদের আটক করে।
আরও পড়ুন: নাটোরে ট্রাক চাপায় কাঁচামাল ব্যবসায়ী নিহত
এ সময় ১২ জন কিশোরের কাছ থেকে ৪ লিটার বাংলা মদ, এক লিটার ভদকা, ৩০০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের উপকরণ এবং ৪০ প্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।
পরবর্তীতে সেনাবাহিনী আটক কিশোরদের গুরুদাসপুর থানায় হস্তান্তর করে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, ৪৩ কিশোরের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। তবে যাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে, সেই ১২ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
]]>