শনিবার (২১ ডিসেম্বর) পাকশি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থপক নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করে বলেন এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
নূর মোহাম্মদ আরও বলেন, একটি কোচের ব্রেকের বক্স গরম হয়ে যাওয়ায় ট্রেনটি থামে যায়। ট্রেনটি ৩৫ মিনিট সেখানে অবস্থান করার পর পুনরায় রাজশাহীর উদ্দেশে ছেড়ে গেছে।
আরও পড়ুন: একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা সাংবাদিক আলতাফ
স্থানীয়রা জানান, আজিম নগর স্টেশনে প্রবেশের আগে চলন্ত ট্রেনটির বগিতে আগুন ধরে যায়। এসময় চলন্ত ট্রেনটি সেখানে থেমে গেলে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
আজিমনগর স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে মহিষাখোলা এলাকায় ট্রেনটির একটি বগির ব্রেক জ্যাম হয়ে আগুন ধরে যায়। তবে কোনো ক্ষতি হয়নি।
]]>