মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিংড়া পৌরসভার শৈলমারী গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি ৯ জনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, বিএনপি নেতা আবুল কাশেমের নিয়ন্ত্রণে থাকা শৈলমারি খালে মাছ ধরতে যান উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামসহ তার সমর্থকরা। এ সময় আবুল কাশেম ও সমর্থকরা আশরাফুলের সমর্থকদের বাধা দিলে দুপক্ষে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ১২ জন আহত হন।
আহতরা হলেন, ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম (২৫) ও তার সমর্থক শরিফুল ইসলাম (৩২), ইয়াদ আলী (৫৫), রাকিবুল ইসলাম (২৫), মোস্তফা (৩২), শিপন আলী (১৯), খোরসেদ আলম (৩০), আব্দুল হালিম (৬৫), আব্দুস সালাম (৫৫), আবুল কালাম (৫৭), সেলিম উদ্দিন (৪০), রফিকুল ইসলাম (৫৩) ও তসলিম উদ্দিন (৩০)।
আরও পড়ুন: নরসিংদীতে বিএনপির দুপক্ষের গোলাগুলি, আহত ৩
খাল দখলে থাকা আবুল কাশেমের দাবি, তারা লিজ নিয়ে মাছ চাষ করছেন। মাছ ধরতে এলে এলাকার লোকজন বাধা দেন।
তবে আশরাফুল ইসলামের দাবি, শৈলমারী গ্রামের প্রায় শতাধিক মানুষ সরকারি খালে মাছ ধরতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। সরকারি খাল লিজ নেয়ার নিয়ম নেই বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, ‘পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ বিষয়ে কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।’
]]>