নাটোরে এসিল্যান্ডের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

৩ সপ্তাহ আগে
জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের সহযোগিতা, নাটোর রাজবাড়ির বৃন্দাবন মন্দিনকে ইসকনের নামে লিখে দেয়া ও ভূমি অফিসের দুর্নীতির অভিযোগ এনে সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্রের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কৃষ্ণ চন্দ্রকে অপসারণে সাত দিনের সময় দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে রাজবাড়ি সংলগ্ন সহকারী কমিশনার কার্যালয়ের সামনে অপসারণের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র তার কার্যালয়ের না থাকায় সেখানে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে দেড়টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফ হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী শিক্ষার্থীদের প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সাত দিনের মধ্যে পদক্ষেপ গ্রহণের দাবি করেন। পরে শিক্ষার্থীরা সেখান থেকে সরে আসে।


ছাত্র প্রতিনিধি শেখ ওবায়দুল্লাহ মীম বলেন, ছাত্র আন্দালনে সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র শিক্ষার্থীদের হামলা করতে সশস্ত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতা করেছে। ইসকনের মন্দিরের জন্য অবৈধভাবে জায়গা দিয়েছে। ভূমিহীনদের অবৈধভাবে উচ্ছেদ করার চেষ্টা করছেন। তাই তার অপসারণের জন্য এই কর্মসূচি পালন করে। স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেয়ায় তারা ৭ দিনের মধ্যে পদক্ষপ গ্রহণের দাবি করেছেন।


আরও পড়ুন: এসিল্যান্ড ও ইউএনও অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি মাসুদের


নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফ হোসেন বলেন, শিক্ষার্থীদের সব দাবি নোট করা হয়েছে। কাগজপত্র দেখে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন