নাটোর চিনিকলে ডাকাতির ঘটনায় তদন্ত কমিটি, ২ জনকে অব্যাহতি

২ দিন আগে
নাটোর চিনিকল থেকে ৯০ লাখ টাকার মালামাল লুট করার ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

রোববার (৩ আগস্ট) দুপুরে চিনিকলটির সহকারী ব্যবস্থাপক অঞ্জন কুমার রায় বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেন। এছাড়া এ ঘটনায় ২ জনকে চিনিকল কর্তৃপক্ষ অব্যাহতি দেয়ার পাশাপাশি ঘটনার তদন্ত কমিটি গঠন করেছে।


নাটোর চিনিকলে ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান বলেন, দুপুরে সদর থানায় মামলা করা হয়েছে। এছাড়া এ ঘটনায় নিরাপত্তা ইনচার্জ আলাফাত কামাল ও সহকারী হাবিলদার বদর উদ্দিন বেগকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) ফেরদৌস উল আলমকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


অপরদিকে ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা ইনচার্জ আলাফাত কামালসহ কয়েকজন নিরাপত্তা প্রহরীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাদের সেখানে সদর থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানায় পুলিশের সূত্র।

আরও পড়ুন: চিনিকলের নিরাপত্তারক্ষীদের জিম্মি করে মালামাল লুট

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) পুলিশ শফিকুল ইসলাম বলেন, ডাকাত সদস্যদের তথ্য সংগ্রহ করতে চিনিকলের নিরাপত্তা প্রহরীদের জিজ্ঞসাবাদ করা হচ্ছে। চিনিকলের পক্ষ থেকে দেয়া মামলাটি রেকর্ড করা হয়েছে। ডাকাতদের গ্রেফতার করতে চেষ্টা চলছে।


গত রাত দেড়টার দিকে একদল ডাকাত নাটোর চিনিকলের পেছনের ভাঙা দরজা দিয়ে মিলে ঢোকে। এরপর তারা অস্ত্রের মুখে মিলের ১২ জন নিরাপত্তারক্ষীকে জিম্মি করে বেঁধে রাখে। এরপর চিনিকলে কারখানার মিল হাউস, বিদ্যুৎ বিভাগ, প্রকৌশল বিভাগসহ বিভিন্ন বিভাগে রাখা নতুন পুরাতন বিভিন্ন ধরনের ধাতব মালামাল লুট করে ট্রাকে তুলে নিয়ে ৩নং গেট ভেঙে পালিয়ে যায়। ভোর ৪টার দিকে ডিউটি বদলের সময় অন্য কর্মীরা এ অবস্থা দেখে মিল কর্তৃপক্ষকে খবর দেয়।
 

]]>
সম্পূর্ণ পড়ুন