নাটোর চিনিকল: উদ্ধার হয়নি লুট হওয়া যন্ত্রাংশ, ধার করে শুরু হচ্ছে আখ মাড়াই

১ সপ্তাহে আগে
লুট হয়ে যাওয়া যন্ত্রাংশ উদ্ধার না হওয়ায় দেশের বন্ধ থাকা চিনিকলগুলো থেকে যন্ত্রাংশ ধার নিয়েই চলতি মৌসুমের আখ মাড়াই শুরু করছে নাটোর চিনিকল।

শুক্রবার (২১ নভেম্বর) থেকে শুরু হবে চলতি ২০২৫-২৬ মৌসুমের আখ মাড়াই কার্যক্রম।

 

এর আগে গত ২ আগস্ট ডাকাতরা চিনিকলটির প্রহরীদের বেধে রেখে প্রায় কোটি টাকার যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। তবে ডাকাতির পর ৩ আগস্ট নাটোর চিনিকলের পক্ষ থেকে নাটোর থানায় মামলা করা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও যন্ত্রাংশগুলো উদ্ধার করতে পারেনি।

 

এতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। তবে সিআইডি এখন পর্যন্ত ২১ জনকে গ্রেফতার ও ডাকাতদের ভাড়া করা ট্রাক জব্দ করলেও যন্ত্রাংশ উদ্ধার করতে পারেনি। নাটোর সিআইডির পুলিশ সুপার রায়হানুল ইসলাম জানান, যন্ত্রাংশ উদ্ধারের চেষ্টা চলছে।

 

আরও পড়ুন: নাটোর চিনিকলে ডাকাতি / যন্ত্রাংশ উদ্ধার না হওয়ায় অনিশ্চিত আখ মাড়াই, বাড়ছে লোকসানের শঙ্কা

 

এই পরিস্থিতিতে চিনিকলটি চালু নিয়ে শঙ্কায় ছিলেন সংশ্লিষ্টরা। তবে যন্ত্রাংশ উদ্ধার না হলেও ২১ নভেম্বর থেকে আখ মাড়াই শুরু করছে নাটোর চিনিকল। কর্তৃপক্ষ বলছে, চুরি হওয়া যন্ত্রাংশ উদ্ধার না হওয়ায় এতো অল্প সময়ের সেগুলো কেনা সম্ভব না। তাই দেশের বন্ধ থাকা চিনিকলগুলো থেকে যন্ত্রাংশ ধার নিতে হয়েছে।

 

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান বলেন, ডাকাতি হওয়া যন্ত্রাংশ গুলোর অধিকাংশই তামার। তাই এগুলো দ্রুত ক্রয় করা সম্ভব না। ফলে বন্ধ থাকা অন্যান্য চিনিকল থেকে যন্ত্রাংশ ধার করেই আখ মাড়াইয়ের কাছ শুরু করা হচ্ছে।

 

শঙ্কা কাটিয়ে চিনিকলটি নির্ধারিত সময়ে চালু হওয়ার সিদ্ধান্তে দুশ্চিন্তা মুক্ত হয়েছেন কৃষকরা। তারা জানান, চিনিকলটি চালু না হলে সবচেয়ে বড় ক্ষতি হতো চাষিদের। নির্ধারিত সময়ে আখ কাটা না হলে সাথি ফসল রোপণ করা সম্ভব হতো না। এছাড়া মাড়াইয়ের আখ বিক্রি না হলে বিপাকে পরতে হতো।

]]>
সম্পূর্ণ পড়ুন