নাগরিকদের ফেরত নেয়নি ভারত, অন্তঃসত্ত্বা নারীসহ ৬ ভারতীয় কারাগারে

১ সপ্তাহে আগে
অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার হওয়া ৬ ভারতীয় নাগরিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাদের মধ্যে একজন চারমাসের অন্তঃসত্ত্বা নারীও আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।


শুক্রবার (২২ আগস্ট) বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জ সদর আমলী আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।  


কারাগারে প্রেরণকৃতরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই থানার বাসিন্দা মো. মন্নু শেখের ছেলে মো. দানেশ (২৮), মো. ভোদু শেখের মেয়ে সোনালী বেগম (২৬), সেরাজুল শেখের মেয়ে সুইটি বিবি (৩৩), আজিজুল দেওয়ানের ছেলে কুরবান দেওয়ান (১৬), ইমাম দেওয়ান (৬) এবং মো. দানেশের ছেলে মো. সাব্বির (৮)। তাদের মধ্যে সোনালী বেগম চারমাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়।

আরও পড়ুন: পুশইন করা ৬ নাগরিককে ফেরত চায় ভারত

আদালত সূত্র থেকে জানা যায়, বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ ভারতীয় নাগরিককে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর এলাকা থেকে গ্রেফতার করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। পরে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল বাদী হয়ে তাদের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করেন এবং শুক্রবার (২২ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমলি আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


পুলিশ সূত্রে জানা যায়, ভারতের দিল্লিতে ইটভাটায় কাজ করার সময় গত ২৬ জুন নারী ও শিশুসহ এই ছয়জনকে ‘বাংলাদেশি’ দেখিয়ে ভারতীয় পুলিশ গ্রেফতার করে এবং কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়। এরপর তারা প্রায় দুই মাস ধরে চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকায় অবৈধভাবে বসবাস করছিলেন। পরে বুধবার (২০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে তাদের আটক করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল।
 

এরপরে নিজ দেশে ফেরত নেওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং এজন্য তাদেরকে এক দিন পুলিশ হেফাজতে রাখা হয়। কিন্তু পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আর যোগাযোগ করতে না পারার কারণে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
 

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের পুশইন করা ৬ ভারতীয় নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ ভারতীয় নাগরিককে গতকালকে আদালত পাঠানো হয়েছিল। আদালত শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং তারা বর্তমানে কারাগারে আছেন। কয়েক দফায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও সেদেশের পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরেও তারা সাড়া না দেয়ায়  এ সিদ্ধান্ত নেয়া হয়। যদিও জেলা পুলিশ শিশু ও নারীর কারণে সর্বোচ্চ মানসিকতা দেখিয়ে অপেক্ষা করছিল।


চাঁপাইনবাবগঞ্জ জেলা সুপার মো. আমজাদ আলী বলেন, গতকাল (শুক্রবার) সন্ধ্যার দিকে ছয় ভারতীয় নাগরিক কারাগারে নিয়ে আসা হয়েছে। অন্তঃসত্ত্বা ওই নারীকে জেল কোড অনুযায়ী চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন