আইসিসির মতো এসিসির অফিসও দু্বাইয়ে। সেখান থেকেই টিম ইন্ডিয়াকে ট্রফি নিতে বললেন নাকভি। এক্সে এক পোস্টে তিনি বলেন, ‘এসিসি চেয়ারম্যান হিসেবে ট্রফি দিতে আমি আগেও প্রস্তুত ছিলাম, এখনও আছি। যদি সত্যিকার অর্থেই এটা (ট্রফি) চায়, তাদের স্বাগত। এসিসি অফিসে আসো আর আমার কাছ থেকে ট্রফি নিয়ে যাও।’
নাকভি পিসিবি ও এসিসি চেয়ারম্যানের পাশাপাশি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। তার কাছ থেকে নিতে হবে বলেই ফাইনালের দিন ভারত ট্রফিছাড়া উদ্যাপন করে, কয়েকজন ছাড়া মেডেলও পর্যন্ত নেয়নি তারা। পরে বিসিসিআই অভিযোগ করেছিল, নাকভি ট্রফি নিয়ে হোটেলে চলে গিয়েছিলেন।
আরও পড়ুন: র্যাঙ্কিংয়ে অভিষেক শর্মার রেকর্ড পয়েন্ট, ৪৫ ধাপ উন্নতি হলো সাইফের
বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া বলেছিলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি এসিসি চেয়ারম্যানের কাছ থেকে ট্রফি নেব না, যিনি পাকিস্তানের শীর্ষ রাজনৈতিক নেতাদের একজন। তাই আমরা ওনার কাছ থেকে তা গ্রহণ করব না। কিন্তু এর মানে এই নয় যে তিনি ট্রফি ও মেডেল নিয়ে নিজের হোটেল কক্ষে চলে যাবেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং খেলাধুলার চেতনার পরিপন্থী।’
সাইকিয়া আরও বলেন, ‘আমরা আশা করি খুব শিগগিরই ট্রফি ও মেডেল ভারতকে ফিরিয়ে দেয়া হবে। নভেম্বর মাসে দুবাইয়ে আইসিসি কনফারেন্স আছে। আমরা সেখানে এই ঘটনার বিরুদ্ধে খুবই কড়া ও আনুষ্ঠানিক প্রতিবাদ জানাব।’