নাইট ক্লাবের ছাদ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২১৮

৪ সপ্তাহ আগে ১০
ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবে ছাদ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২১৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০০ মানুষ।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) দেশটির রাজধানী সান্তো ডমিঙ্গোয় ‘জেট সেট’ নামের নাইট ক্লাবটির ছাদ আকস্মিকভাবে ধসে পড়ে। ঘটনার পরপরই প্রায় ৪০০ উদ্ধারকর্মী ঘটনাস্থলে ছুটে যান।

 

বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমকে দেশটির ইমার্জেন্সি অপারেশন সেন্টারের নির্বাহী পরিচালক হুয়ান ম্যানুয়েল মেন্ডিজ বলেন, দুর্ঘটনায় কমপক্ষে ২১৮ জন মারা গেছেন এবং ১৮৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এটি ‘প্রাথমিক পরিসংখ্যান’ বলে উল্লেখ করেন তিনি।

 

আরও পড়ুন: ডোমিনিকান প্রজাতন্ত্রে নাইটক্লাব ধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৮

 

স্থানীয় গণমাধ্যমগুলোর খবর, দুর্ঘটনার সময় ক্লাবটিতে প্রায় ১ হাজারের মতো মানুষ ছিল। যতক্ষণ পর্যন্ত একজন মানুষও জীবিত উদ্ধারের সম্ভাবনা থাকবে, ততক্ষণ পর্যন্ত উদ্ধারকাজ চলবে বলে জানিয়েছেন হুয়ান ম্যানুয়েল মেন্ডিজ।

 

তবে নাইট ক্লাবের ছাদের ধ্বংসাবশেষের নিচ থেকে নিখোঁজদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। গত ২৪ ঘণ্টার বেশি সময়ের মধ্যে কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন মেন্ডিজ।

 

আরও পড়ুন: ধসে পড়ল নাইট ক্লাবের ছাদ, নিহত ৬৬

 

জেট সেট সান্তো ডমিঙ্গো এলাকার একটি জনপ্রিয় নাইট ক্লাব। সেখানে নিয়মিতই সোমবার সন্ধ্যায় ডান্স মিউজিক কনসার্টের আয়োজন করা হয়। ছাদ ধসে পড়ার সময় রাজনীতিবিদ, ক্রীড়াবিদ ও অন্য বিশিষ্ট ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন।

 

সূত্র: এপি

]]>
সম্পূর্ণ পড়ুন