বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর নিশ্চিত করে বিলাসবহুল ফ্যাশন প্রতিষ্ঠান ‘আরমানি’ গ্রুপ। প্রতিষ্ঠানটির এক বিবৃতির মাধ্যমে এ শোক প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়,
আমাদের প্রতিষ্ঠাতা ও অক্লান্ত প্রেরণাদায়ী জর্জিও আরমানি আর নেই। গভীর শোকের সঙ্গে আমরা তার প্রয়াণের সংবাদ জানাচ্ছি।
বিবৃতিতে ‘আরমানি’ গ্রুপ আরও জানায়, মিলানে শনিবার (৬ সেপ্টেম্বর) ও রোববার (৭ সেপ্টেম্বর) শেষকৃত্য শেষে তাকে সমাহিত করা হবে।
১৯৩৪ সালের ১১ জুলাই ইতালির পিয়াচেনজা অঞ্চলে জন্ম জর্জিও আরমানির। পরিবারে তিনিই ছিলেন বড় সন্তান। তার একটি ছোট বোন রয়েছে। ছোটবেলায় চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল। যৌবনে সেনাবাহিনিতে যোগ দেন।

দুই বছরের সেবা শেষে ১৯৫৭ সালে মিলানের লা রিনাসেন্টে স্টোরে উইন্ডো ড্রেসার ও বিক্রয়কর্মী হিসেবে ফ্যাশন ক্যারিয়ার শুরু করেন। পরে আরমানি নিনো চেরুটিতে মেন্সওয়্যার ডিজাইনার হন। ২৪ জুলাই ১৯৭৫ সালে তার জীবন ও ব্যবসায়িক সঙ্গী আর্কিটেক্ট সার্জিও গ্যালিওটির সঙ্গে মিলিয়ে নিজস্ব রেডি-টু-ওয়্যার লেবেল প্রতিষ্ঠা করেন।
আরও পড়ুন: টোকিও উৎসবে আকিরা কুরোসাওয়া পুরস্কার পাচ্ছেন কারা?
ফ্যাশন দুনিয়ায় 'রে জর্জিও এবং 'কিং জর্জিও' নামেও পরিচিত ছিলেন। ক্রেতাদের মাঝে জনপ্রিয়তায় বছরে ২.৩ বিলিয়ন ইউরোর (২.৭ বিলিয়ন ডলার) বেশি আয় করে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: ‘সুপারম্যান’র নতুন সিক্যুয়াল ‘ম্যান অফ টুমোরো’ আসছে...
প্রসঙ্গত, কয়েক মাস বার্ধক্যজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ ছিলেন জর্জিও আরমানি। যে কারণে গত জুন মাসে মিলানে আয়োজিত ফ্যাশন সপ্তাহে তার দলের শোতে উপস্থিত থাকতে পারেননি খ্যাতিমান এ ফ্যাশন ডিজাইনার।
]]>